fgh
ঢাকাশনিবার , ৫ আগস্ট ২০২৩
  • অন্যান্য

ফুটবলারদের নিলামে তুলছে বাফুফে

স্পোর্টস ডেস্ক
আগস্ট ৫, ২০২৩ ১:৩৯ অপরাহ্ণ । ১৬৭ জন
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবার নিলামে তুলতে যাচ্ছে একাডেমির খেলোয়াড়দের। শুক্রবার ডেভেলপমেন্ট কমিটির সভা শেষে এই তথ্য জানান কমিটির চেয়ারম্যান ও বাফুফের সহসভাপতি আতাউর রহমান ভুঁইয়া মানিক। তার কথায়, ‘প্রিমিয়ার লিগের তিন ক্লাব শেখ রাসেল, মোহামেডান ও ব্রাদার্স ইউনিয়ন ফুটবলার চেয়ে আমাদের কাছে চিঠি দিয়েছে। সেই সঙ্গে তারা নিজেদের মতো একটি বিনিময়মূল্যও উলে­খ করেছে। আমরা খেলোয়াড়দের উন্মুক্ত বিডিংয়ে (নিলামে) তোলার সিদ্ধান্ত নিয়েছি। যারা সর্বোচ্চ মূল্য দেবে তারাই খেলোয়াড় পাবে।’

সূত্রে জানা গেছে, এলিট একাডেমির সঙ্গে খেলোয়াড়দের চুক্তি ২০২৫ সাল পর্যন্ত। একাডেমির ফুটবলারদের পেছনে বাফুফের বিনিয়োগ রয়েছে। তাই নিলামে ক্লাব

থেকে পাওয়া অর্থের ৪০ ভাগ বাফুফে এবং ৬০ ভাগ পাবেন ফুটবলাররা। এ বিষয়ে একটি গাইডলাইন তৈরি হচ্ছে। ২০২১ সালে শুরু হওয়া বাফুফের এলিট একাডেমিতে এখন পর্যন্ত ৬৩ জন ফুটবলার রয়েছেন। তাদের মধ্য থেকে ২০ জন ফুটবলার উঠতে পারেন নিলামে।