জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি খন্দকার লুৎফুর রহমান সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর বিজয়নগরে অজ্ঞাত দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়।
জাগপার সাধারণ সম্পাদক জাকির হোসেন জানান, লুৎফুর রহমান সেদিন রাতে গণ অধিকার পরিষদের কার্যালয়ে এক বৈঠকে অংশ নেন। সেখান থেকে বের হয়ে সড়ক পার হওয়ার সময় একদল সন্ত্রাসী তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি হামলা চালায়। এতে তিনি গুরুতর জখম হন এবং প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। পরে দ্রুত তাকে কাকরাইলের ইসলামী হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেন, রাজনৈতিক নেতাদের ওপর এ ধরনের হামলা গভীর ষড়যন্ত্রের অংশ। তিনি দাবি করেন, আসন্ন জাতীয় নির্বাচন বানচালের উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।





