বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম থেকে লোকবল ও মালামাল প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি) । জামিলনগর যুবসংঘ ও মহল্লা ভিত্তিক সংগঠন ( সি.বি.ও ) এর আয়োজনে শহীদ চান্দু স্টেডিয়াম গেটে সকাল ১০ টায় বিসিবি এর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন জামিলনগর যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি ও বগুড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ এরশাদুল বারী এরশাদ। মানববদ্ধনে অংশ নিয়ে কাউন্সিলর এরশাদ বলেন – “ শহীদ চান্দু স্টেডিয়াম থেকে মালামাল , লোকবল সরিয়ে নেওয়ার প্রতিবাদে আমরা এই মানবদ্ধনে দাড়িয়েছি । বিসিবি সিদ্ধান্ত প্রত্যাহার করুক এটি ৮ নম্বর ওয়ার্ডের গণমানুষের দাবী । আমরা চাই , বিসিবি এবং জেলা ক্রীড়া সংস্থার অন্তর্দন্দ্বে বগুড়াবাসী যেন ক্রিকেটের জাতীয় পর্যায় থেকে বিচ্ছিন্ন না হয় । বিসিবি’র প্রতি আবারও জোড় দাবী জানাচ্ছি , উভয়ের মধ্যে যথাযথ সমন্বয়ের মাধ্যমে শহীদ চান্দু স্টেডিয়ামে সকল কার্যক্রম যেন পুর্বের ন্যায় সচল হয় । ”
মানবদ্ধনে জামিলনগর যুব সংঘের সদস্যবৃন্দ, মালগ্রাম, সেউজগাড়ী ,জামিলনগরসহ সমগ্র ওয়ার্ডে র মহল্লা ভিত্তিক সংগঠন ( সি.বি.ও ) এর স্বেচ্ছাসেবকবৃন্দ সহ সর্বস্তরের ক্রীড়ামোদী জনসাধারণ উপস্থিত ছিলেন ।