দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে রাতে ঢাকায় আসছেন চন্ডিকা হাথুরুসিংহে। রাত ১০টা ৪০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে লঙ্কান এই কোচের।
বাংলাদেশে হাথুরুসিংহের নতুন অধ্যায় শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে। রাতে ঢাকায় পা রেখে এক দিন বিশ্রাম নেবেন তিনি। পরদিন কাজ শুরু করবেন ক্রিকেটারদের নিয়ে। ২২ ফেব্রুয়ারি শুরু হবে জাতীয় দলের ক্যাম্প।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৪ ফেব্রুয়ারি ঢাকায় আসার কথা ইংল্যান্ডের। এর আগেও সাকিব-তামিমদের সঙ্গে কাজ করেছেন শ্রীলঙ্কার সাবেক এই ক্রিকেটার।
২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিন বছর জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেন তিনি। তবে ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সফর শেষে বিসিবির চাকরি থেকে অব্যাহতি নেন হাথুরুসিংহে। পরে নিজ দেশের জাতীয় দলের কোচের দায়িত্ব গ্রহণ করে ছিলেন তিনি।