fgh
ঢাকাসোমবার , ৩ জুলাই ২০২৩
  • অন্যান্য

মার্তিনেজের সঙ্গে দেখা করলেন মাশরাফি

admin
জুলাই ৩, ২০২৩ ১২:৪৯ অপরাহ্ণ । ১৩৯ জন
এমিলিয়েনো মার্তিনেজ,মাশরাফি বিন মুর্তজা

সোমবার ভোর সোয়া ৫টায় বাংলাদেশে পৌঁছান আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো গোলরক্ষক এমিলিয়েনো মার্তিনেজ। প্রায় ৩৬ ঘণ্টা ভ্রমণ করে এসে হোটেলে মাত্র ঘণ্টা তিনেক বিশ্রাম। এর পর আবার বেরিয়ে পড়লেন।

মার্তিনেজের সঙ্গে প্রায় আধঘণ্টা সময় কাটিয়েছেন মাশরাফি।  তবে মার্তিনেজের সঙ্গে কি আলোচনা হলো এ বিষয়ে গণমাধ্যমকে কিছু বলেননি তিনি। নেক্সট ভেঞ্চারে মার্তিনেজের কাটানো কিছু চিত্র ও সাক্ষাৎকার গণমাধ্যমে সরবারহ করার কথা।

মার্তিনেজ নেক্সট ভেঞ্চারে আসার কথা ছিল এগারোটার দিকে। এর দেড় ঘণ্টা আগেই তিনি এখানে এসেছেন। পৌনে এক ঘণ্টা সময় কাটিয়ে চলে গেছেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য কোভিড টেস্ট প্রয়োজন। সেই পরীক্ষা করাতেই সূচিতে খানিকটা রদবদল৷