শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আজ আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করছে বাংলাদেশ। হারের বৃত্ত ভেঙ্গে জয় দিয়ে এবারের বিশ্বকাপ শুরুর স্বপ্ন বাংলাদেশের মেয়েদের।
আজ বাংলাদেশ সময় রাত ১১টায় দক্ষিণ আফ্রিকার কেপটাউনে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এবার বিশ্বকাপে মোট ১০টি দল অংশ নিচ্ছে দুই গ্রুপে ভাগ হয়ে গ্রুপ-এ’তে বাংলাদেশের সঙ্গে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। গ্রুপ-‘বি’তে আছে গতবারের রানার্স-আপ ভারত, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।
গেল বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত বিশ্বকাপের বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল হিসেবে এবারের মূল প্রতিযোগিতায় নাম লেখায় বাংলাদেশ। ফাইনালে আয়ারল্যান্ডকে ৭ রানে হারিয়েছিলো বাংলাদেশ। অবশ্য বাছাইপর্বের রানার্স-আপ হিসেবে মূল পর্ব খেলছে আইরিশরাও।
এই নিয়ে পঞ্চমবারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। ২০১৪ সালে প্রথম বিশ্বকাপে খেলতে নেমেছিলো লাল সবুজের জার্সিধারীরা। এরপর ২০১৬, ২০১৮ ও ২০২০ বিশ্বকাপে অংশ নিলেও প্রতিটি আসরেই প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে টাইগ্রেসদের।