নির্বাচক-কোচদের ওপর বিরক্ত হয়ে ব্যাট-প্যাড তুলে রেখেছিলেন পাক পেসার মোহাম্মদ আমির। পাকিস্তান ক্রিকেট বোর্ডে ব্যাপক রদবদল এসেছে। আমিরকে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিতে বলেছেন নির্বাচকেরা।
ক্রিকেট পাকিস্তানের ওয়েবসাইটে বলা হয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের একজন গুরুত্বপূর্ণ নির্বাচক সম্প্রতি আমিরের সঙ্গে মেসেঞ্জারে যোগাযোগ করেছেন। তিনি জানিয়েছেন তাকে আমিরের সঙ্গে কথা বলতে বলা হয়েছে। তিনি আমিরকে ক্রিকেটে ফেরাতে চান।
একটি সূত্র বলছে, ওই নির্বাচক আমিরকে ক্রিকেটে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন। মিডিয়ায় অপ্রয়োজনীয় বিবৃতি না দিতে বলেছেন।
তাকে ক্রিকেটে ফেরার প্রস্তুতি দ্রুত নেওয়ার কথা বলেছেন নির্বাচকেরা। এ কারণে তাকে অনুশীলনে মনোযোগী ও ফিট হতে বলা হয়েছে।
সাবেক প্রধান নির্বাচক ও কোচ মিসবাহ উল হকের ওপর বিরক্ত হয়ে ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন আমির।