বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কাশিওয়াজাকি-কারিওয়ার কার্যক্রম পুনরায় শুরু করার পথে এগোচ্ছে জাপান। সোমবার নিইগাতা প্রদেশের স্থানীয় সরকারের ভোটে কেন্দ্রটি আংশিকভাবে পুনরায় চালুর অনুমোদন দেওয়া হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
এতে বলা হয়, ফুকুশিমা পারমাণবিক দুর্ঘটনার পর ১৫ বছর আগে জনমত উপেক্ষা করেই জাপানের ৫৪টি রিঅ্যাক্টর বন্ধ করে দেওয়া হয়। তবে কার্বন নিঃসরণ কমানো এবং জ্বালানি নিরাপত্তা জোরদারের লক্ষ্যে সরকার ধীরে ধীরে সেই নীতি থেকে সরে আসছে। এরই ধারাবাহিকতায় কয়েকটি পারমাণবিক কেন্দ্র পুনরায় চালু করা হয়েছে।
নিইগাতা প্রাদেশিক পরিষদ গভর্নর হিদেও হানাজুমির প্রতি আস্থাভোট পাস করেছে। গত মাসে তিনি কাশিওয়াজাকি-কারিওয়া কেন্দ্র পুনরায় চালুর পক্ষে অবস্থান নেন। এর ফলে কেন্দ্রটি পুনরায় কার্যক্রম শুরু করার কার্যত অনুমতি পেল।
২০১১ সালে ভূমিকম্প ও সুনামির পর ফুকুশিমায় একযোগে তিনটি রিঅ্যাক্টর গলে যাওয়ার ঘটনায় জাপানের পারমাণবিক শক্তির ওপর আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির উচ্চ ব্যয় ও পরিবেশগত ক্ষতির কারণে নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বন্ধ থাকা কিছু পারমাণবিক কেন্দ্র পুনরায় চালুর পক্ষে সমর্থন দিয়েছেন।
বর্তমানে জাপানে কার্যকর ৩৩টি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১৪টি পুনরায় চালু করা হয়েছে। কাশিওয়াজাকি-কারিওয়া কেন্দ্রটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ এটি পরিচালনা করছে টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো)। যারা ফুকুশিমা কেন্দ্রও পরিচালনা করত।
জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, টেপকো আগামী ২০ জানুয়ারি কেন্দ্রটির সাতটি রিঅ্যাক্টরের মধ্যে প্রথমটি চালু করার কথা ভাবছে। অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী শুধু এই একটি রিঅ্যাক্টর চালু হলে টোকিও অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ প্রায় ২ শতাংশ বাড়তে পারে।





