ঢাকামঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি ২০২৩
  • অন্যান্য

বগুড়ায় যুগান্তর পত্রিকার ২ যুগ পূর্তি পালন

হাসান শাব্বীর
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ৮:০৭ পূর্বাহ্ণ । ২৭৪ জন
বগুড়া,  দত্তবাড়ীতে দৈনিক  যুগান্তরের ব্যুরো কার্যালয়ে  ' স্বজন সমাবেশ  ' এর আয়োজনে ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।দৈনিক  যুগান্তরের ব্যুরো প্রধান নাজমুল হুদা নাসিম  স্থানীয়  শিশু, কিশোর,  স্বজন সমাবেশ বগুড়ার  জেলা কমিটির  স্বেচ্ছাসেবকদের নিয়ে  উপলক্ষ্যে   কেক কেটে  দৈনিক  যুগান্তরের ২ যুগপূর্তি    উদযাপন করেন।

বগুড়ায় জাতীয় সংবাদপত্র  দৈনিক  যুগান্তর পত্রিকার ২যুগ পূর্তি  অনুষ্ঠিত হয়েছে। ‘  সত্যের সন্ধানে নির্ভীক ‘ প্রতিপাদ্যকে সামনে নিয়ে পথচলা শুরু করে যুগান্তর ।  বাংলাদেশের প্রথমসারির গণমাধ্যম  যুগান্তর বরাবরই গণমানুষের সংবাদ মাধ্যম  হিসাবে স্থান  করে নিয়েছে।

বগুড়া,  দত্তবাড়ীতে দৈনিক  যুগান্তরের ব্যুরো কার্যালয়ে  ‘ স্বজন সমাবেশ  ‘ এর আয়োজনে ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দৈনিক  যুগান্তরের ব্যুরো প্রধান নাজমুল হুদা নাসিম  স্থানীয়  শিশু, কিশোর,  স্বজন সমাবেশ বগুড়ার  জেলা কমিটির  স্বেচ্ছাসেবকদের নিয়ে  উপলক্ষ্যে   কেক কেটে  দৈনিক  যুগান্তরের ২ যুগপূর্তি    উদযাপন করেন।

অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন বাংলাখবরবিডি.কম এর  বগুড়া  জেলা প্রতিনিধি হাসান মোঃ শাব্বীর ,    ‘স্বজন সমাবেশ’ বগুড়ার  সভাপতি শহিদুল্লাহ কায়সার মিথুন,  সহ-সভাপতি তৈয়ব আলী ধলু,  সাধারণ সম্পাদক শফিউল আলম শিম্পু,  যুগ্ম-সাধারণ সম্পাদক রব্বানী শেখ,  সাংগঠনিক সম্পাদক  যুবায়ের হোসেন সহ আরোও অনেকে ।