fgh
ঢাকাসোমবার , ২৬ জানুয়ারি ২০২৬
  • অন্যান্য

(তাড়াশে বুদ্ধিস্ট উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৬, ২০২৬ ৩:০৭ অপরাহ্ণ । ১৩ জন

সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে দেশীগ্রাম ইউনিয়নের ক্ষিরপোতা গ্রামে ক্ষুদ্র নৃ গোষ্ঠী সহ অসহায় শীতার্ত মানুষের মাঝে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টায় ক্ষিরপোতা আনন্দ বৌদ্ধ বিহারের প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানে দেবী রানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়।

বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক মুন্নি আহমেদ, রঞ্জন বড়ুয়া, রতন কুমার বড়ুয়া, উত্তম কুমার বড়ুয়া, সিরাজগঞ্জ আদিবাসী সমিতির সভাপতি বীরেন্দ্রনাথ উরাঁও সহ অন্যান্যরা।

কম্বল পেয়ে সাধনা রানী উরাঁও (৭০) বলেন, এ বছর ঠান্ডায় ভীষণ কষ্ট পেয়েছি। এখন একটি কম্বল পেয়ে উপকার হলো।

লাইলী আকতার বলেন, সরকারি কম্বল কোথায় বিতরণ হয় টেরই পাই না। দিন মজুরি করে খাই। আমাদের মতো অসহায় মানুষের কথা ভেবে ঢাকা থেকে কষ্ট করে এসে কম্বল বিতরণ করলেন, এতে আমারা ভীষণ আনন্দিত।

বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় প্রধান অতিথির বক্তব্যে বলেন, তিনি দীর্ঘদিন ধরে উত্তর অঞ্চলে বিভিন্ন জেলায় মিশনারী কার্যক্রম পরিচালনা করে আসছেন। তারই ধারাবাহিকতায় আজকের এ কম্বল বিতরণ। আমাদের কাছে ধর্ম বর্ণের কোনো ভেদাভেদ নেই। অসহায় মানুষের কিছু টা দুঃখ লাঘব করাই বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের মুল লক্ষ্য।