fgh
ঢাকাশনিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৫
  • অন্যান্য

ডিপিএলে খেলার জন্য চুক্তিবদ্ধ হচ্ছেন সাকিব

স্পোর্টস ডেস্ক:
ফেব্রুয়ারি ২২, ২০২৫ ৪:২৫ অপরাহ্ণ । ১৭৬ জন

দেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম প্রতিযোগিতা ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শুরু হতে যাচ্ছে আগামী ৩ মার্চ। এর আগে চলছে দলবদলের কার্যক্রম, যেখানে সবচেয়ে আলোচিত নাম সাকিব আল হাসান। সাবেক এই বাংলাদেশ অধিনায়ক এবার লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলতে যাচ্ছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) অনলাইনের মাধ্যমে দলবদল সম্পন্ন করবেন সাকিব। যুক্তরাষ্ট্রে অবস্থান করায় সেখান থেকেই তিনি আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হবেন দলটির সঙ্গে। তবে তার খেলা নির্ভর করবে দেশে ফেরার ওপর। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, সাকিব যত ম্যাচ খেলতে পারবেন, ততটুকুই তার জন্য উন্মুক্ত থাকবে।

লিজেন্ডস অব রূপগঞ্জ এবার শক্তিশালী দল গঠন করেছে। দলে রয়েছেন জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকের আলি অনিক ও তানজিম হাসান সাকিব। অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী আকবর আলিকে।

এদিকে, অন্যান্য ক্লাবও দলবদলে ব্যস্ত সময় পার করছে। জাতীয় দলের ক্রিকেটার লিটন দাস, এনামুল হক বিজয়, মোহাম্মদ সাইফউদ্দিন, নাঈম শেখ, সাদমান ইসলাম ও ইমরুল কায়েস নতুন দলে নাম লিখিয়েছেন।

সাকিবের ফেরার বিষয়টি এখনও নিশ্চিত নয়। সাম্প্রতিক সময়ে ক্রিকেটের বাইরে নানা বিতর্কে জড়িয়েছেন তিনি। তবে ঘরোয়া ক্রিকেটে ফেরার মাধ্যমে আবারও মাঠে নামার সম্ভাবনা তৈরি হলো সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারের জন্য।