ঢাকাসোমবার , ১৬ ডিসেম্বর ২০২৪
  • অন্যান্য

বিজয় দিবসে রুদ্ধশ্বাস লড়াই শেষে জিতল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:
ডিসেম্বর ১৬, ২০২৪ ১০:২৭ পূর্বাহ্ণ । ২০ জন

আজ বিজয় দিবসে দারুণ এক জয়!

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ ৭ রানে জয় তুলে নিয়েছে। কিংস্টাউনে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৪৭ রান তোলে।

সৌম্য সরকার ৪৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। শেষ দিকে মেহেদী হাসান অপরাজিত ২৬ ও শামীম হোসেন ২৭ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন ও ওবেদ ম্যাককয় ২টি করে উইকেট নেন।

১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপকে চেপে ধরেন বাংলাদেশের বোলাররা। মেহেদী হাসান অসাধারণ বোলিং করে ৪ উইকেট তুলে নেন। রভম্যান পাওয়েলের ৬০ রানের ঝোড়ো ইনিংসে উইন্ডিজ আশা দেখছিল শেষ পর্যন্ত। তবে শেষ ওভারে তিনি হাসান মাহমুদের শিকার হন। উইন্ডিজ ১৯.৫ ওভারে ১৪০ রানে অলআউট হয়।

বাংলাদেশের হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ ২টি করে উইকেট নেন। ম্যাচসেরা পারফর্মেন্সে বাংলাদেশ সিরিজের শুরুটা দারুণভাবে করে।