বাংলাদেশ-ইংল্যান্ডের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে বুধবার। আসন্ন সিরিজে মাত্র ৬টি উইকেট শিকার করলেই প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ওয়ানডেতে ৩০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়বেন সাকিব আল হাসান।
আগামীকাল ইংলিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ দল। এখন পর্যন্ত ওয়ানডেতে ২২৪ ম্যাচে ২৯৪ উইকেট শিকার করেছেন সাকিব। যা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ।
সাকিবের পর দ্বিতীয় ও তৃতীয়স্থানে আছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক। মাশরাফি ২১৮ ম্যাচে ২৬৯ ও রাজ্জাক ১৫৩ ম্যাচে ২০৭টি উইকেট নিয়েছেন।
চতুর্থ স্থানে আছেন পেসার মোস্তাফিজুর রহমান। ৮২ ম্যাচে ১৪১ উইকেট নিয়েছেন তিনি।