fgh
ঢাকাসোমবার , ৫ ফেব্রুয়ারি ২০২৪
  • অন্যান্য

একের পর এক কন্যা, ৩য় সন্তানকে আছড়ে খুন

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৫, ২০২৪ ১১:৫৯ পূর্বাহ্ণ । ১১৬ জন

তৃতীয় সন্তানটি মেয়ে হওয়ায় মানতে পারেননি বাবা। এ নিয়ে প্রতিনিয়ত স্ত্রীকে কথা শোনাতেন। রোববার তিন মাসের শিশুটির রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। ভারতের মুর্শিদাবাদের ডোমকলের ভাতশালায় এমন ঘটনা ঘটে।

   ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শিশুটির দাদু দবির শেখের অভিযোগ, তার ছেলে রিন্টু আছড়ে খুন করেছে ছোট নাতনিকে। খুনে জড়িত পুত্রবধূও। দু’জনের বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ রিন্টু এবং তার স্ত্রী বেলুয়ারা বিবিকে আটক করে।

পুলিশ জানায়, প্রথমে অস্বীকার করলেও পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে তারা সন্তানকে খুনের কথা স্বীকার করেছে। পরে তাদের গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রের বরাতে প্রকাশিত খবরে বলা হয়েছে, সাত বছর আগে রিন্টুর বিয়ে হয় ডোমকলের কামুড়দিয়াড়ের বাসিন্দা বেলুয়ারার সঙ্গে। চার বছর আগে তাদের প্রথম কন্যা সন্তান হয়। পরের সন্তানটিও মেয়েই।