সাধারণ মানুষ এখন সুপ্রিম কোর্টের যে কোনো রায় বাংলায় পড়তে পারবেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি বলেন ‘প্রত্যেকটি রায় যাতে অনুবাদ করা যায়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সে বিষয়ে নতুন একটি প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এ প্রযুক্তির মাধ্যমে যেকোনো ব্যক্তি, বিচারপ্রার্থী শুধুমাত্র একটি ক্লিকের মাধ্যমে রায় অনুবাদ করে পড়তে পারবেন।’
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, ‘সুপ্রিম কোর্ট থেকে প্রকাশিত সব রায় বাংলায় অনুবাদ করা হবে।’তিনি আরও বলেন, ‘প্রত্যেকটি রায় যাতে অনুবাদ করা যায়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সে বিষয়ে নতুন একটি প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে যেকোনও ব্যক্তি, বিচারপ্রার্থী শুধুমাত্র একটি ক্লিকের মাধ্যমে রায় অনুবাদ করে পড়তে পারবেন। আমাদের কর্মকর্তারা যে রায়গুলো ইতোমধ্যে লিখেছেন সেগুলো যাতে সুষ্ঠুভাবে অনুবাদ করা হয়, আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।’
এসময় প্রধান বিচারপতি অনুরোধ জানিয়ে বলেন, ‘আমি সবাইকে অনুরোধ করবো আসুন, আমরা যে আদর্শের ভিত্তিতে রক্তের বিনিময়ে দেশকে স্বাধীন করেছি, সেই বাংলাদেশকে সবাই মিলে এগিয়ে নিয়ে যাই। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, দেশের বিচার ব্যবস্থা এগিয়ে যাচ্ছে। আমরা স্বপ্ন দেখি একটি সুন্দর-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। এই স্বপ্ন আমরাই বাস্তবায়ন করবো। এই শতাব্দী হবে আমাদের শতাব্দী।’
প্রধান বিচারপতির সঙ্গে সুপ্রিম কোর্ট আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরাও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।