ঢাকারবিবার , ৭ মে ২০২৩
  • অন্যান্য

পলিটেকনিকের শিক্ষকদের বকেয়া বেতন ভাতার দাবিতে মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার:
মে ৭, ২০২৩ ৭:৪১ অপরাহ্ণ । ৪২২ জন
পলিটেকনিকের শিক্ষকদের ৩৪ মাসের বকেয়া বেতন ভাতার দাবিতে মানববন্ধন করে ছাত্ররা

 রবিবার বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারন শিক্ষার্থী কতৃক ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের “স্কিলস এ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট” (STEP) প্রকল্পে নিয়োগকৃত ৭৭৭ শিক্ষকগনের ৩৪ মাসের বকেয়া বেতন ভাতা প্রদান ও প্রধানমন্ত্রী অনুশাসনের আলোকে উক্ত শিক্ষকদের রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
 মানববন্ধনে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর কাছে তাদের শিক্ষকদের বকেয়া বেতন ভাতা প্রদান ও তাদেরকে রাজস্ব খাতে স্থানান্তরের দাবি জানান।
শিক্ষার্থীরা আরো বলেন যে তাদের শিক্ষকরা এখন ঢাকায় মানববন্ধন করছেন। উক্ত শিক্ষকদের অনুপস্থিতির কারণে পাঠদানের ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। মানববন্ধনে শিক্ষার্থীরা আরও বলেন, যে যদি অতি দ্রুত শিক্ষকদের দাবি মেনে না নেওয়া তাহলে তারা মানববন্ধনসহ বৃহত্তর কর্মসূচি চালিয়ে যাবে।