fgh
ঢাকাসোমবার , ৭ আগস্ট ২০২৩
  • অন্যান্য

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের অবস্থানে তীব্র যানজট

অনলাইন ডেস্ক
আগস্ট ৭, ২০২৩ ৩:৩৬ অপরাহ্ণ । ২৫৩ জন

রাজধানীর কয়েকটি কলেজের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষার তারিখ পেছানের দাবিতে রাজধানীর সাইন্সল্যাব মোড়ে অবস্থান নিয়েছে৷ এতে মিরপুর রোডসহ আশপাশের সড়কগুলোতে তীব্র যানজট দেখা দিয়েছে।

আজ সোমবার দুপুর ১টা ২০ মিনিটে দিকে শাহবাগ থেকে মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে এসে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। এতে ধানমণ্ডি, কলাবাগান, শাহবাগ ও নিউ মার্কেট এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি জোনের সহকারী কমিশনার (এসি) নব কুমার বিশ্বাস জানান, সাইন্সল্যাবে শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষার তারিখ পেছানের দাবিতে অবস্থান নেওয়ায় আধাঘণ্টা যাবত তীব্র যানজটের তৈরি হয়েছে।