fgh
ঢাকাবুধবার , ৫ জুলাই ২০২৩
  • অন্যান্য

ভুল চিকিৎসায় নবজাতক ও মায়ের মৃত্যুর ঘটনার চিকিৎসকে আত্মসমর্পণের নির্দেশ

অনলাইন ডেস্ক
জুলাই ৫, ২০২৩ ৫:২০ অপরাহ্ণ । ১৭৬ জন

রাজধানীর গ্রিন রোডে অবস্থিত সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসক ডা. বেগম মাকসুদা ফরিদা আক্তার মিলিকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ভুল চিকিৎসায় নবজাতক ও মায়ের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় তাকে আত্মসমর্পণের নির্দেশ দেন আদালত।

বুধবার (৫ জুলাই) এক আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি বিশ্বজিত দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদেশে আগামী চার সপ্তাহের মধ্যে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। তবে, এই সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার বা হয়রানি করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতক ও মায়ের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়ে মঙ্গলবার আবেদন করেন ডা. বেগম মাকসুদা ফরিদা আক্তার মিলি। ওই আবেদনের শুনানি ছিল আজ।