আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকান নাজমুল হোসেন শান্ত। এতে ছাপ পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়ে। ওয়ানডে ব্যাটসম্যানদের মধ্যে ৪১০ রেটিং পয়েন্ট নিয়ে ১০৯ নম্বরে আছেন শান্ত। দুটিই তার ক্যারিয়ার সেরা। পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ বুধবার প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা- আইসিসি। ইংল্যান্ডের চেমসফোর্ডে আইরিশদের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে ৩২০ রানের লক্ষ্য তাড়ায় দলকে জয়ের ভিত গড়ে দেন শান্ত। তিনে নেমে ৩ ছক্কা ও ১২ চারে ৯৩ বলে ১১৭ রানের ইনিংস খেলেন তিনি। তৃতীয় ও শেষ ম্যাচে ৩৫ রান করার পাশাপাশি গুরুত্বপূর্ণ সময়ে হ্যারি টেক্টরের উইকেট এনে দেন শান্ত। ২-০ ব্যবধানে জেতা তিন ম্যাচের সিরিজটির সেরা খেলোয়াড় হন তিনি।
প্রথম ম্যাচটি ভেসে যায় বৃষ্টিতে। দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি উপহার দেওয়া টেক্টরও করেছেন উন্নতি।