ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হবে না-মর্মে সাফ জানিয়ে দিয়েছেন আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক । তিনি বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা হবে না। এই আইন থাকবে। তবে সরকার প্রয়োজনে আগামী নির্বাচনের আগে ডিজিটাল নিরাপত্তা আইন কিছুটা সংশোধন করবে। এ বিষয়ে আলাপ-আলোচনা চলছে।
আজ রোববার (৩০ এপ্রিল) সকালে একটি ইংরেজী জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণকে আইনন্ত্রী এই কথা জানান।
এর আগে গত শনিবার কসবা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠের জনসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আনিসুল হক এমনটি বলেন। তিনি বলেন, আলাপ-আলোচনার মাধ্যমে আগামী নির্বাচনের আগেই ডিজিটাল নিরাপত্তা আইনে সংশোধনী আনা হবে।
খালেদা জিয়াকে বিদেশ না পাঠালে তাঁর জীবন সংকটাপন্ন হবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যে জবাবে আইনমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ আইনে চলে। আদালত খালেদা জিয়াকে দ- দিয়েছেন। প্রধানমন্ত্রীর মহানুভবতায় শর্ত সাপেক্ষে খালেদা জিয়াকে জামিনে মুক্তি দেয়া হয়েছে। আইন অনুযায়ী বিদেশে গিয়ে চিকিৎসার কোনো সুযোগ নেই। এতে আদালত অবমাননা হবে। আমি যতটুকু জানি, তাঁর সামান্য জ্বর হয়েছে। দুদিন হাসপাতালে থাকবেন। তারপর বাসায় চলে যাবেন।