রাজধানীর বাড্ডা থেকে বিপুল অর্থ, অস্ত্র ও মাকদসহ গ্রেপ্তার মনির হোসেন ওরফে ‘গোল্ডেন ’ মনিরকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। শুনানির জন্য আগামী ২৬ এপ্রিল দিন ধার্য করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে ওইদিন শুনানি শেষ না হওয়া পর্যন্ত গোল্ডেন মনির কারাগার থেকে বের হতে পারবে না বলে আদেশে বলা হয়েছে।
মঙ্গলবার আপিল বিভাগের বিচারপতি আবু জাফর সিদ্দিকীর চেম্বার জজ আদালত এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম। আসামি পক্ষে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা।
গত ৫ এপ্রিল হাইকোর্টে জামিন পান মনির। পরে সে জামিনাদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
প্রসঙ্গত, ২০২০ সালের ২০ নভেম্বর শেষ রাত থেকে ২১ নভেম্বর বেলা সোয়া ১১টা পর্যন্ত তার মেরুল বাড্ডার বাসায় অভিযান চালানো হয়। অভিযানে ১টি অবৈধ বিদেশি পিস্তল, কয়েক রাউন্ড গুলি, ৬০০ ভরি স্বর্ণ (আট কেজি), ১০টি দেশের মুদ্রা ও এক কোটি নয় লাখ টাকাসহ তাকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।