ঢাকাবুধবার , ৫ এপ্রিল ২০২৩
  • অন্যান্য

ডিজিটাল নিরাপত্তা আইনের নামে মানুষের স্বাধীনতা হরণ: এবি পার্টি

অনলাইন ডেস্ক
এপ্রিল ৫, ২০২৩ ১০:০৬ পূর্বাহ্ণ । ১৫০ জন
ছবি: সংগৃহীত

ডিজিটাল নিরাপত্তা আইনের নামে মানুষের স্বাধীনতা হরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন এবি পার্টির নেতারা। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ইফতার মাহফিলপূর্ব আলোচনায় এই অভিযোগ করেন তাঁরা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলের আহবায়ক ও  সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী। স্বাগত বক্তব্যে দলের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম বঙ্গবাজার মার্কেটসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও ডিজিটাল নিরাপত্তা আইনের নামে মানুষের স্বাধীনতাকে হরণ করা হয়েছে।