ঢাকাসোমবার , ৩ এপ্রিল ২০২৩
  • অন্যান্য

বগুড়া সদরে ১০০ কেজি নকল ও মেয়াদোত্তীর্ণ লাচ্ছা সেমাই জব্দে

অনলাইন ডেস্ক
এপ্রিল ৩, ২০২৩ ১০:৫৮ পূর্বাহ্ণ । ১১১ জন
ছবি: সংগৃহীত

বগুড়া সদরে ১০০ কেজি নকল ও মেয়াদোত্তীর্ণ লাচ্ছা সেমাই জব্দের পর ধ্বংস করা হয়েছে। এসময় দোকানমালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

দুপুর ১টার দিকে উপজেলার পল্লীমঙ্গল বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঈদকে সামনে রেখে বগুড়া সদর উপজেলার পল্লীমঙ্গল বাজারে অভিযান চালানো হয়। এসময় মেহেদী জেনারেল স্টোর নামের এক দোকানে নকল ও মেয়াদোত্তীর্ণ ১০০ কেজি লাচ্ছা সেমাই পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক সাইফুল ইসলামকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দ করা লাচ্ছা সেমাই জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযানে বগুড়া জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।