ঢাকাশনিবার , ১৬ নভেম্বর ২০২৪
  • অন্যান্য

রাজধানীর পল্লবীতে দুই ছেলেকে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা

অনলাইন ডেস্ক:
নভেম্বর ১৬, ২০২৪ ৩:১৭ অপরাহ্ণ । ১৫ জন

রাজধানীর পল্লবী ব্যাপারী মার্কেট এলাকায় রোহান (৭) ও মুছা (৩) নামে দুই শিশুকে গলা কেটে হত্যার পর তাদের বাবা মো. আহাদ (৪০) আত্মহত্যার চেষ্টা করেছেন।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর পল্লবী ব্যাপারীপাড়া এলাকার একটি বাড়ির নিচতলায় এই ঘটনা ঘটে।

পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে থেকে দুই শিশুর দেহ আর তাদের ঘাতক বাবাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। আর মুমূর্ষু অবস্থায় তাদের বাবাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী থানার উপ পরিদর্শক (এসআই) সোহান মোল্লা জানান, বিস্তারিত ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। নিহত দুই শিশুর মা বাসায় অবস্থান করছে। তবে তাদের বাবা ঢাকা মেডিকেল হাসপাতালে নাক কান গলা বিভাগে চিকিৎসাধীন।