fgh
ঢাকাশুক্রবার , ১ নভেম্বর ২০২৪
  • অন্যান্য

বগুড়ার শেরপুরে এজাহার ভুক্ত ৪ আসামি কারাগারে

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
নভেম্বর ১, ২০২৪ ১০:২৯ অপরাহ্ণ । ২৭৪ জন

বগুড়ার শেরপুরে  এজাহার ভুক্ত ৪ আসামিকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে তাদের জামিন নামুঞ্জুর করে জেল হাজতে পাঠেয়ে দেয় বগুড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট আমলি আদালত।
আসামিরা হলেন উপজেলার সীমাবারি ইউনিয়নের টাকাধুকুরিয়া গ্রামের জুয়েল খান (৩৮), রাব্বি (৩০), মামুন খান মানু (৫৫), পীরজাদা আমিনুর (৪০)।
এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ আগস্ট রাতে উপজেলার বেটখৈর গ্রামের বাসিন্দা তৌহিদুল ইসলাম বাবুর বাড়িতে অতর্কিত হামলায় বাদী তৌহিদুল ইসলাম বাবুর ছোট ভাই আহসান হাবিব, আরিফুল ইসলাম ও পিতা আবুল কাশেম বিশ্বাস গুরতর আহত হয়। ঘটনায় থানায় অভিযোগ হলে তদন্ত সাপেক্ষে ৩ সেপ্টেম্বর এজাহারভুক্ত ১৬জন ও অজ্ঞাতনামা ১০/১৫ জনের নামে মামলা করেন তৌহিদুল ইসলাম বাবু। মামলার পর আদালতে গত  বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বগুড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট আমলি আদালতে আসামিদের জামিনের আবেদন করলে তাদের জামিন নামুঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয়।
এবিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, ঘটনায় উভয়পক্ষ মামলা করেছে।  বৃহস্পতিবার উপরোক্ত আসামিদের জামিন নামুঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেছে আদালত।