ঢাকার প্রতিটি ভবন সার্ভে করে বেজমেন্টে কোনো দোকান বা রেস্টুরেন্ট থাকলে ভবন মালিককে প্রাথমিক সতর্কতা নোটিশ দেবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।বৃহস্পতিবার (১০ মার্চ) রাজউকের সদস্য (উন্নয়ন ও প্রশাসন) তন্ময় দাস এ কথা বলেন।
গুলিস্তানের সিদ্দিকবাজারের বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন শেষে এদিন সকাল সাড়ে ১০টার দিকে তিনি সাংবাদিকদের বলেন, আগামী ৭ দিনের মধ্যে আমরা এই সার্ভে শেষ করব এবং এরপর ভবন মালিকদের সতর্কতামূলক নোটিশ দেওয়া হবে। ঢাকাকে ২৪টি সাবজোনে ভাগ করে এই সার্ভে করা হবে বলেও জানান তিনি।
এর আগে, গত মঙ্গলবার বিকেলে সিদ্দিকবাজারের ওই ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত হয়েছেন এবং অন্তত ১০০ জন আহত হয়েছেন।