fgh
ঢাকাসোমবার , ১৯ আগস্ট ২০২৪
  • অন্যান্য

রাঙামাটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগ

অনলাইন ডেস্ক
আগস্ট ১৯, ২০২৪ ৮:২৬ অপরাহ্ণ । ১১৬ জন

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সেলিনা আক্তার এবং সহ-উপাচার্য কাঞ্চন চাকমা পদত্যাগ করেছেন। গত রোববার রাতে দুজন পদত্যাগ করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাপের মুখে উপাচার্য পদত্যাগ করেছেন। এর আগে শিক্ষক-শিক্ষার্থীরা উপাচার্যকে পদত্যাগের জন্য সময়সীমাও বেঁধে দিয়েছিলেন। নির্ধারিত সময়ে পদত্যাগ না করায় গতকাল রোববার দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত উপাচার্যের দপ্তরে গিয়ে বিক্ষোভ করেন শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল রাতেও একই দাবিতে শিক্ষক-শিক্ষার্থীরা রাঙামাটি শহরের ভেদভেদীতে উপাচার্য সেলিনা আক্তারের বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভ করেন। উদ্ভূত পরিস্থিতিতে রাত সাড়ে ১০টার দিকে তিনি পদত্যাগ করেন। এর আগে রাত সাড়ে নয়টার দিকে পদত্যাগ করেন সহ-উপাচার্য কাঞ্চন চাকমা

উপাচার্য, সহ-উপাচার্যের পদত্যাগের আগে ১৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের প্রভোস্ট গৌরব চাকমা পদত্যাগ করেন। এর দুই দিন পর ১৭ আগস্ট পদত্যাগ করেন প্রক্টর নিখিল চাকমা ও সহকারী প্রক্টর জি এম সাখাওয়াত হোসেন।

জানতে চাইলে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য কাঞ্চন চাকমা প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থী ও শিক্ষকেরা আমার পদত্যাগ চাননি। আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি।’

এদিকে রাঙামাটি ও জেলার বাঘাইছড়ি পৌরসভার মেয়রকে অপসারণ করা হয়েছে।  রাঙামাটি পৌরসভায় মেয়র মো. আকবর হোসেনকে অপসারণ করে অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) নাসরিন সুলতানাকে পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেনকে অপসারণ করে পৌর প্রশাসক করা হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলামকে। রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।