fgh
ঢাকারবিবার , ২৮ জুলাই ২০২৪
  • অন্যান্য

গ্রেফতারকৃত সাংবাদিকের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের

প্রেস বিজ্ঞপ্তি
জুলাই ২৮, ২০২৪ ৫:৩৪ অপরাহ্ণ । ১২১ জন

সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সিনিয়র সদস্য ও দৈনিক দিনকাল বগুড়া ব্যুরো প্রধান কালাম আজাদের মুক্তি এবং সিনিয়র সাংবাদিক সবুর শাহ লোটাস এর বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় উদ্বেগ জানিয়েছে সাংবাদিক ইউনিয়ন বগুড়া।

এক যৌথ বিবৃতিতে সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গনেশ দাস ও সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ এই ঘটনার তীবৃ নিন্দা ও প্রতিবাদ জানান। নেতৃদ্বয় বলেন, “সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সকল সদস্য পেশাদার সাংবাদিক। তারা কোন ধরনের সহিংসতা, নাশকতা কিংবা বিশৃংখলার সাথে জড়িত নয়। অথচ সংগঠনের সিনিয়র সদস্য ও দৈনিক দিনকাল বগুড়া ব্যুরো প্রধান কালাম আজাদকে মিথ্যা মামলায় তার গ্রামের বাড়ী নাটোর জেলার সিংড়া থেকে গ্রেফতার করে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

এছাড়া সিনিয়র সাংবাদিক সবুর শাহ লোটাস এর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের এবং গ্রেফতারের ঘটনায় সাংবাদিক সমাজ উদ্বিগ্ন। এই ঘটনা বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ, যা একটি স্বাধীন দেশে কাম্য নয়। আমরা অবিলম্বে সাংবাদিক কালাম আজাদের নি:শর্ত মুক্তির দাবী জানাচ্ছি। সেই সাথে সিনিয়র সাংবাদিক সবুর শাহ লোটাস এর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি।”