fgh
ঢাকাসোমবার , ৮ জুলাই ২০২৪
  • অন্যান্য

বগুড়ায় ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদন
জুলাই ৮, ২০২৪ ৪:২৮ অপরাহ্ণ । ৯৬ জন

বগুড়ায় আন্ত:জেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছে থাকা ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র পাইপগান, কার্তুজ, চাপাতি, ছোরা, স্টিল কাটারসহ লুষ্ঠিতমালামাল উদ্ধার  করা হয়।

গ্রেফতারকৃতরা হলো সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার জেস্তিপুর গ্রামের সেকেন্দার আলী ছেলে মোঃ আলম মিয়া ওরফে আদম আলী (৪০), বগুড়া গাবতলীর -ছোট ইটালী গ্রামের লুৎফর রহমানের ছেলে মোঃ রাব্বি হাসান (২২), নিজগ্রামের ফজলু প্রামানিকের ছেলে শাহ আলম (৩২), শেরপুর উপজেলার রাজাপুর গ্রামের  আব্দুস সালামের ছেলে মাসুদ রানা (৩০),মদনপুর গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে আবু সাঈদ (২৬) ধাওয়াপাড়া গ্রামের মকবুল সরকারের ছেলে আব্দুল হামিদ (৪০) ও সাগরপুর গ্রামের শ্রীবেন্দ্র সরকারের ছেলে সনাতন সরকার (৪০)।

বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী আজ দুপুরে তার কার্যালয়ে এক প্রেসব্রিফিং এ তথ্য জানান। তিনি বলেন, আন্ত জেলা ডাকাত দলের সদস্যকে বগুড়ার ডিবি পুলিশ ও গাবতলী থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে জেলার বিভিন্ন এলাকা হতে আটক করে।

বাদী মোঃ নাজু মিয়া থানায় দায়ের করেন, দরজা খুলে ডাকাত দলের ২জন  গলায় চুরি ধরে ১টি স্বর্ণের চেইন, ১ জোড়া কানের দুল, নগদ ২৫০০ টাকা,১টি বাটন ফোন এবং নাক পুল খুলে নিয়ে যাওয়া সময় আরেকটি বাড়িতে ষ্টীলের বাক্র খুলে ১জোরা স্বণের কানের দুল,ছাগল বিক্রি করা ১৬,০০০ টাকা, ১টি স্মার্ট ফোন,১টি বাটন ফোন ও নাক ফুল নিয়ে যায়।

এঘটনায় থানায় মামলা হলে ওই সূত্র ধরে পুলিশ তদন্তে নামে। পরে জেলার বিভিন্ন এলাকাহতে সাত ডাকাতকে গ্রেফতার করে।