fgh
ঢাকাবৃহস্পতিবার , ২৭ জুন ২০২৪
  • অন্যান্য

বগুড়া কারাগারের ৩ রক্ষী বরখাস্ত

অনলাইন ডেস্ক
জুন ২৭, ২০২৪ ২:৫৮ অপরাহ্ণ । ১১৪ জন

বগুড়া জেলা কারাগার থেকে চারজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিনজন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত এবং কয়েকজনের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে বলে জানা গেছে।

গতকাল বুধবার রাতে এই নোটিশ জারি করা হয়।

এ বিষয়ে বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, তিনি এ ধরণের ব্যবস্থা নেয়ার কথা শুনেছেন। কারণ এটা তার বিষয় নয়। এটা কারা বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়।

এ ব্যাপারে জেল সুপার মনির হোসেনের সাথে যেগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।

এর আগে বুধবার ভোর রাতে জেলা কারাগারের জাফলং কনডেম সেল থেকে ভবনের ছাদ কেটে পালিয়ে যায় চারজন ফাঁসির আসামি। পরে তাদের চেলোপাড়া থেকে গ্রেফতার করে সদর থানার সদর ফাঁড়ির এসআই খোরশেদ আলম।