বগুড়ায় মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৩ টার দিকে, র্যাব ১২’র স্পেশাল কোম্পানীর একটি দল বগুড়া-রংপুর মহাসড়কের মাটিডালি বিমান মোড় এলাকায়, মাদক বিরোধী অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজাসহ দু’জন বাসযাত্রীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, দিনাজপুর সদরের কলেজ মোড় এলাকার পিয়ার ইসলামের ছেলে সুমন ইসলাম (২৭) ও মৃত আলম মিয়ার ছেলে হীরা ইসলাম (২৮)।
র্যাব-১২ বগুড়া তাদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদরের বগুড়া-রংপুর মহাসড়কের চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। মঙ্গলবার ঢাকা দিকে থেকে আসা দিনাজপুরগামী একটি বাসে ছয় বস্তায় মুড়ানো ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় ওই বাসে থাকা গাঁজা পরিবহনকারী দু’জন যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত দু’জনের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন, র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন।