ঢাকাবৃহস্পতিবার , ২ ফেব্রুয়ারি ২০২৩
  • অন্যান্য

বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২, ২০২৩ ৮:২১ পূর্বাহ্ণ । ১৭৩ জন

চাঁপাইনবাবগঞ্জে জমিজমা-সংক্রান্ত পারিবারিক বিরোধে বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন ছোট ভাই। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শিয়ালা গাবতলায় এ ঘটনা ঘটে।

জনা গেছে, মোহাম্মদ মোস্তফার দুই ছেলে ইলিয়াস হোসেন ও গোলাম মোর্শেদ মিলনের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় ও জমিজমা-সংক্রান্ত বিরোধ চলে আসছিল অনেক দিন ধরে। এরই জেরে গোলাম মোর্শেদ মিলনকে (৪০) হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি আলমগীর জাহান জানান, একই বাড়িতে থাকত দুই ভাই। জমিজমা-সংক্রান্ত বিরোধ নিয়ে গতকাল বুধবার রাতে দুই ভাইকে নিয়ে স্বজনরা বসেছিলেন। সেই মীমাংসার চেষ্টার পর সকালে সম্ভবত ঘুমিয়ে থাকা অবস্থায় গোলাম মোর্শেদকে চাকু দিয়ে গলা কেটে নিজ কক্ষেই হত্যা করা হয়।

ঘটনার পর থেকেই বড় ভাই ইলিয়াস হোসেন পলাতক। পুলিশের প্রাথমিক তদন্তে ইলিয়াস হোসেনই খুন করছে বলে প্রমাণ মিলছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। মরদেহ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।