fgh
ঢাকামঙ্গলবার , ২৯ অক্টোবর ২০২৪
  • অন্যান্য

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের লুট হওয়া রিভলবার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক:
অক্টোবর ২৯, ২০২৪ ১:৩১ অপরাহ্ণ । ৬৫ জন

ব্রাহ্মণবাড়িয়া সদর থানা থেকে লুট হওয়া একটি বিদেশি রিভলবার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে জেলা শহরের বিজয়নগর-ব্রাহ্মণবাড়িয়া সড়কসংলগ্ন শিমরাইলকান্দি এলাকার থেকে অস্ত্রটি উদ্ধার করে পুলিশ।

গতকাল রাতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে পুলিশ।

পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে আটটার দিকে ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় রিভলবারটি উদ্ধার করা হয়। গত ৫ আগস্ট সদর থানায় প্রবেশ করে হামলা, লুটপাট ও ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। ওই দিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত লুটপাট চলেছিল। ওই সময় থানা থেকে অস্ত্রটি লুট হয়।

বিষয়টি নিশ্চত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন।