ঢাকাসোমবার , ১০ জুলাই ২০২৩
  • অন্যান্য

রাশিয়া থেকে শিক্ষা, নিজ দেশে সোনার মজুত ফেরাচ্ছে কিছু কেন্দ্রীয় ব্যাংক

অনলাইন ডেস্ক
জুলাই ১০, ২০২৩ ৪:৪৮ অপরাহ্ণ । ৬২ জন

রাশিয়ার ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞায় নড়চড়ে বসছে বিশ্বের আরও অনেক দেশ। কিছু দেশ এখন অন্য দেশের কেন্দ্রীয় ব্যাংকে রক্ষিত সোনা নিজ দেশের কেন্দ্রীয় ব্যাংকে ফিরিয়ে নিয়ে আসছে।

সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক ও সার্বভৌম তহবিল ব্যবস্থাপকদের ওপর পরিচালিত এক জরিপে এসব তথ্য উঠে এসেছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গত বছর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বের আর্থিক খাতে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়। এতে সার্বভৌম তহবিল ব্যবস্থাপকেরা ক্ষতির মুখে পড়েন। এই পরিস্থিতিতে তাঁরা এখন মৌলিকভাবে নতুন কৌশল প্রণয়ন করছে। কারণ তাঁরা মনে করছেন, উচ্চ মূল্যস্ফীতি ও ভূরাজনৈতিক উত্তেজনা আরও অনেক দিন থাকবে।