fgh
ঢাকাসোমবার , ১২ ফেব্রুয়ারি ২০২৪
  • অন্যান্য

নওয়াজ প্রধানমন্ত্রী হলে বিরোধী দলে থাকবে পিপিপি!

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১২, ২০২৪ ৩:৫০ অপরাহ্ণ । ১১৫ জন

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)-এর প্রধানমন্ত্রীর প্রার্থীকে ভোট দিয়ে বিরোধী দলে থাকতে পারে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)।

সোমবার (১২ ফেব্রুয়ারি) জিও নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন দলটির কেন্দ্রীয় তথ্য সচিব ফয়সাল করিম কুন্দি।

কুন্দি বলেন, বিলাওয়াল প্রধানমন্ত্রী নির্বাচিত না হলে পিপিপিকে বিরোধী দলে রাখার শর্তে পিএমএল-এন-এর প্রার্থীকে ভোট দেয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরো বলেন, গতকাল রোববার পিপিপি ও পিএমএল-এনের বৈঠক হয়েছিল। সেখানে আলোচিত বিষয়গুলো আজ দলীয় বৈঠকে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সামনে রাখা হবে।

পিপিপির এই নেতা বলেন, এবার যে দলই ক্ষমতায় আসবে, সংখ্যাগরিষ্ঠতা না থাকায় তারা অনেক অসুবিধার সম্মুখীন হবে।

উল্লেখ্য, ন্যাশনাল অ্যাসেম্বলিতে পিপিপি ৫৪টি আসন পেয়েছে। তাদের আসনগুলো দরকার গঠনে গুরুত্বপূর্ণ। কারণ, তারা যে দলকে সমর্থন দেবে, তারাই সরকার গঠন করতে পারবে।