fgh
ঢাকাবুধবার , ৬ মার্চ ২০২৪
  • অন্যান্য

বেদনাকেও হার মানিয়েছে, হায়রে ফেসবুক! বললেন চঞ্চল চৌধুরী

অনলাইন ডেস্ক
মার্চ ৬, ২০২৪ ৪:৪০ অপরাহ্ণ । ৭৩২ জন

তিনি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘কোন নেশায় আক্রান্ত পুরো দেশ, পুরো বিশ্ব। আমিও এর বাইরে নই। এর থেকে কি আমরা কিছু শিখতে পারলাম? সবাই একটু ভাবুন। এখনো আমরা সবাই পরীক্ষা করে দেখছি, অ্যাকাউন্টটা ঠিক আছে তো? ধন্য তুমি জাকারবার্গ। ভদ্রলোক হয়তো সৎ উদ্দেশ্যেই জিনিসটা তৈরি করেছিলেন। কিন্তু কথা একটাই, ফেনসিডিল ছিল কাশির সিরাপ, পরে সেটা হয়ে গেল নেশার দ্রব্য।
’উল্লেখ্য, গতকাল রাত নয়টার পর থেকে হঠাৎই বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও বার্তা আদান-প্রদানের অ্যাপ মেসেঞ্জারে প্রবেশ ও ব্যবহার করতে সমস্যা দেখা দেয়। এমনকি যাঁরা ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে লগইন অবস্থায় ছিলেন, তাঁরাও দেখতে পান, স্বয়ংক্রিয়ভাবে তাঁদের আইডি লগআউট হয়ে যায়।