আমেরিকার লস অ্যাঞ্জেলেসে ১৬৬ কোটি টাকা দিয়ে বাড়ি কিনে মনের মতো করে সাজিয়েছিলেন প্রিয়াংকা চোপড়া। এবার সেই বাড়ি থেকেই বেরিয়ে যেতে হলো প্রিয়াংকা ও তার স্বামী নিক জোনাসকে। জানা গেছে, লস অ্যাঞ্জেলেসের বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন তারা। তাদের বিলাসবহুল স্বপ্নের বাড়ি এখন এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। পানির কারণে তাদের বাড়িতে ছত্রাকের আক্রমণ ঘটেছে। এই ঘটনার পরেই দম্পতি তাদের ঘর ছেড়ে অন্যস্থানে স্থানান্তরিত হয়েছেন।