fgh
ঢাকামঙ্গলবার , ৩০ জানুয়ারি ২০২৪
  • অন্যান্য

কুমিল্লাকে ৮ রানে হারাল রংপুর

অনলাইন ডেস্ক:
জানুয়ারি ৩০, ২০২৪ ৫:১৫ অপরাহ্ণ । ১৬৪ জন

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিরুদ্ধে ব্যাট হাতেই দাপট দেখিয়েছিল রংপুর রাইডার্সের ব্যাটাররা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে রংপুর।

১৬৬ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই খেই হারায় কুমিল্লা। দুই ওপেনারই সুবিধা করতে পারেননি। তবে তিনে নামা মাহিদুল ইসলাম অংকন হাল ধরেন। ৫৫ রানে ৬৩ রানের ইনিংস খেলেন তিনি। তাওহীদ হৃদয় ২৮ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তবে এরপর আর কেউ সুবিধা করতে পারেননি। তাই কুমিল্লাকে ৮ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে।

শুরুতে ব্যাট করতে নামা রংপুরের ওপেনার ব্রান্ডন কিং ১৪ রানে ফিরলেও হাল ধরেছিলেন অপর ওপেনার বাবর আজম। ফজলে মাহমুদের সাথে ৪৬ বলে ৫৫ রানের জুটি গড়েন তিনি।

বারব ব্যক্তিগত ৩৭ রানে সাজঘরে ফেরেন। ফজলে মাহমুদ থামেন ৩০ রানে। এরপর শামীম হোসেন পাটোয়ারী ১৪ রানে ফেরেন। তবে আজমতউল্লাহ ওমরজাই ২০ বলে ৩৬ রানের ইনিংস খেলে দলকে এগিয়ে দেন লড়াকু সংগ্রহের দিকে।