fgh
ঢাকাসোমবার , ২৯ জানুয়ারি ২০২৪
  • অন্যান্য

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

অনলাইন ডেস্ক:
জানুয়ারি ২৯, ২০২৪ ৪:৪৮ অপরাহ্ণ । ১৮১ জন

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ করেছে কর্তৃপক্ষ। রাজশাহীর নন্দনগাছী স্টেশন এলাকায় রেললাইন ভেঙে গেছে। এতে সোমবার (২৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে অল্পের জন্য রক্ষা পায় চিলাহাটি থেকে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন।

জানা গেছে, চিলাহাটি থেকে ছেড়ে আসে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন। তবে রাজশাহীর নন্দনগাছী স্টেশন এলাকায় রেললাইন ভাঙা থাকায় তা দুর্ঘটনায় পড়তে যাচ্ছিল। এ সময় এলাকাবাসীর দেখানো লাল পতাকায় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি।

পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার কালবেলাকে জানান, ঘটনাটি ঘটার পর খবর পেয়ে আমাদের ইঞ্জিনিয়ার দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। রেললাইন মেরামত সম্পন্ন হলে রেল চলাচল স্বাভাবিক হবে।