fgh
ঢাকাসোমবার , ২০ নভেম্বর ২০২৩
  • অন্যান্য

বগুড়ায় হরতালের সমর্থনে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, ককটেল বিস্ফোরণ

শুভজিৎ সারকার
নভেম্বর ২০, ২০২৩ ১০:৪১ পূর্বাহ্ণ । ২০৫ জন

বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা দ্বিতীয় দফা ৪৮ ঘন্টা হরতালের আজ শেষ দিনে বগুড়ায় হরতাল সমর্থনে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে বিএনপি নেতাকর্মীরা। সোমবার(২০-১১-২০২৩) সকাল সোয়া ৮টার দিকে শহরের কানুছগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় বিক্ষোভকারীরা চারটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সড়ক অবরোধ করার চেষ্টা করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। পরে পুলিশের নিয়ন্ত্রণে সড়কে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, শহরের নামাজগড় এলাকায় জামায়েতের পক্ষ থেকে সকাল সোয়া সাতটার দিকে আরেকটি বিক্ষোভ মিছিল করে।

এ-বিষয়ে বগুড়া জেলা পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত) স্নিগ্ধ আখতার বলেন,বিএনপি ও জামায়েতের নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে সড়ক ব্লক করার চেষ্টা করেছিল। ভীতিকর পরিস্থিতি তৈরীর লক্ষ্যে তারা ককটেল বিস্ফোরণ করে। পরে পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছালে তারা পালিয়ে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।