বিএনপির ডাকা তিন দিনের অবরোধের আজ শেষ দিনেও বগুড়ায় অগ্নিসংযোগ, গাড়ি ভাঙচুর ও পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে।
মহাসড়কে সকাল থেকেই পুলিশ র্যাব, বিজিবি টহল চলছে।
বাস টার্মিনালগুলো থেকে কোনো বাস ছেড়ে যায়নি। শহরের ভেতর ব্যাটারিচালিত অটোরিকশা ছাড়া তেমন যানবাহন চলাচল করছে না।
এর মাঝেই বগুড়া বারোপুর এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে এটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সকাল সাড়ে ১১টার সময় এ ঘটনা ঘটে। আগ্নিকান্ডে পুড়ে যাওয়া ট্রাকের সামনের অংশ। ঘটনাটি ঘটার পরপরই পুলিশ ও র্যাবের সদস্যরা প্রথম পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করে পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়।
ট্রাকে আগুন দেয়ার বিষয়ে ট্রাক চালক বলে,ট্রাকটি গ্যারজ থেকে বের করে পরিষ্কার করার জন্য অন্য আরেকটি পাশের গ্যারেজে নিয়ে যাচ্ছিলেন, এমন সময় হঠাৎ করে ৬-৭ জন যুবক দৌড়ে এসে গাড়ি থামিয়ে কোন কিছু না বলেই হাতে থাকা পেট্রোলের বোতল গাড়িতে ঢেলে দিয়ে দিয়াশলাই দিয়ে গাড়িতে আগুন দেয়। এরপর তারা আবারো দৌড় দিয়ে চলে যায়।