ঢাকাবুধবার , ১ ফেব্রুয়ারি ২০২৩
  • অন্যান্য

সরকারি ব্যবস্থাপনায় হজের খরচ ৬ লাখ ৮৩ হাজার টাকা

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১, ২০২৩ ১১:০৩ পূর্বাহ্ণ । ২০০ জন
কাবা শরীফ

সরকারি ব্যবস্থাপনায় এবার হজ করতে জনপ্রতি ছয় লাখ ৮৩ হাজার ১৮ টাকা খরচ হবে বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

আজ বুধবার দুপুরে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে হজ ব্যবস্থাপনাসংক্রান্ত নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে সভা শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্ত জানান তিনি। এবার সরকারি প্যাকেজের সঙ্গে সামঞ্জস্য রেখে বেসরকারি এজেন্সিগুলো প্যাকেজ নির্ধারণ করবে বলে জানান প্রতিমন্ত্রী।

মন্ত্রণালয় জানায়, চলতি মৌসুমে ২৭ হাজার ১৯৮ জন হজ করতে যেতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১২ হাজার ১৯৮ জন হজ পালনের অনুমতি পাবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

এ ছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সৌদি আরবে যেতে ইচ্ছুক শতভাগ হজযাত্রীর প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন মক্কা রোড চুক্তি অনুযায়ী বিমানবন্দরেই হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী।

গত দুই বছর করোনা মহামারির কারণে সীমিত পরিসরে হজ পালিত হয়। এবার করোনার কোনো বিধিনিষেধ না থাকায় স্বাভাবিক কোটায় হজ পালিত হবে। ৬৫ বছরের বেশি বয়সীরাও এবার হজে যেতে পারবেন।