fgh
ঢাকাশনিবার , ৩০ সেপ্টেম্বর ২০২৩
  • অন্যান্য

কৃষক লীগের সমাবেশে বাঁশ নিয়ে মারামারি

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৩০, ২০২৩ ৭:২০ অপরাহ্ণ । ৩০৬ জন

বিএনপি-জামায়াতের শাসনামলে সার ও বিদ্যুতের দাবিতে আন্দোলনে শহিদ কৃষকদের স্মরণে ডাকা সমাবেশে মারামারিতে জড়িয়েছে কৃষক লীগের দুটি পক্ষ।রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বেলা দুইটায় সমাবেশ শুরু হওয়ার পর বেলা আড়াইটার দিকে সংঘর্ষে জড়ায় বাড্ডা থানা কৃষক লীগ ও আদাবর থানা কৃষক লীগ।

কৃষক লীগের এই সমাবেশে প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।দুপুর ১২টার পর থেকে দেশের বিভিন্ন জেলা থেকে কৃষক লীগের নেতাকর্মীরা আসতে শুরু করেন। একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। উভয়পক্ষ লাঠি নিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে।

জানা গেছে, বাড্ডা থানা কৃষক লীগের সভাপতি রকি শিকদার ও সাধারণ সম্পাদক জনি মালুমের নেতাকর্মী এবং আদাবর থানা কৃষক লীগের নেতাকর্মীদের মধ্যে এই মারামারির ঘটনা ঘটেছে।

নেতাকর্মীদের দাবি, তাদের একজনের সঙ্গে আদাবর থানা কৃষক লীগের একজনের পায়ে পা লাগায় তারা চড়াও হন।এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষ বাঁশ নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এ সময় সমাবেশস্থলে হুড়োহুড়ি শুরু হলে কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র এসে উভয় পক্ষকে শান্ত করেন।