fgh
ঢাকাবৃহস্পতিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৩
  • অন্যান্য

ক্ষমা চাইলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক
সেপ্টেম্বর ২৮, ২০২৩ ১:৩৯ অপরাহ্ণ । ১৭৮ জন

দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়া ইউক্রেনের একজন সেনার প্রশংসা করেছিলেন স্পিকার (সাবেক) অ্যান্থনি রোটা। তিনি লড়েছিলেন নাৎসিদের হয়ে। বুধবার তাই প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো। তিনি বলেছেন, তার ভুল হয়ে গেছে, এ ঘটনার জন্য তিনি খুবই বিব্রত বোধ করছেন।
তিনি বলেছেন, যা হয়েছে, তার জন্য তিনি একাই দায়ী। রোটা যার প্রশংসা করেছিলেন, তার নাম ইয়োস্লাভ হুনকা। তার বয়স ৯৮ বছর। তিনি পোল্যান্ডে জন্মগ্রহণ করা ইউক্রেনের মানুষ।
হিটলারের এসএস বাহিনীতে তিনি ছিলেন। পরে তিনি কানাডায় চলে আসেন। এই ঘটনার পর রাশিয়া আবার জানিয়েছে, ইউক্রেন যুদ্ধের অন্যতম কারণ হলো, সেই দেশকে নাৎসিদের কবল থেকে মুক্ত করা। কিন্তু ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো তা মানতে চায় না। ট্রুডো বলেছেন, এসব কথা বলে রশিয়া কখনোই তাদের এই আগ্রাসনকে ঠিক বলে প্রমাণ করতে পারবে না।