বাংলাদেশের আলোচিত এক নাম হিরো আলম। ডিশ ব্যবসায়ী থেকে কনটেন্ট ক্রিয়েটর ও রাজনীতিবিদ বনে যাওয়া আশরাফুল হোসেন ওরফে হিরো আলম বেশ কয়েকটি নির্বাচনে অংশ নিয়েছেন।
বগুড়ায় দুটি আসন থেকে এবং সর্বশেষ ঢাকা-১৭ আসনে ভোটার না হয়েও নির্বাচনে অংশ নিয়ে আবার ও আলোচনায় আসেন তিনি।
আগামী দ্বাদশ নির্বাচনেও অংশ নেবেন কিন্তু আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নয়, রাজনৈতিক দলের হয়ে নির্বাচন করবেন বলে হিরো আলম ঘোষণা দিয়েছেন।
ঘোষনার পর থেকেই হিরো আলমকে নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। কোন দলে যোগ দিচ্ছেন তিনি। তবে এবার গুঞ্জন উঠেছে, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর দল বিজেপিতে যোগ দিতে পারেন হিরো আলম। কেননা, ঢাকা-১৭ নির্বাচনের আগে ব্যারিস্টার পার্থর কাছে দোয়া চাইতে গিয়েছিলেন তিনি।
দৈনিক জনবাণীকে পার্থর বিজেপিতে যোগ দেওয়ার বিষয়ে হিরো আলম মুঠোফোনে বলেন, এ ব্যপারে আমি এখন কিছু বলতে চাচ্ছি না, সময় মতো সব বলব।





