fgh
ঢাকাসোমবার , ১৯ জুন ২০২৩
  • অন্যান্য

আজ আবারও ইমরানকে ডেকেছে এনএবি

অনলাইন ডেস্ক
জুন ১৯, ২০২৩ ১১:০৭ পূর্বাহ্ণ । ১৯০ জন
ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতা ইমরান খানকে আবারও তলব করেছে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)। তাঁকে আজ সোমবার এনএবি কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। গত শুক্রবার রাওয়ালপিন্ডির কার্যালয়ে হাজিরা না দেওয়ায় তাঁকে আবারও ডাকা হলো।

গত বছরের এপ্রিলে ক্ষমতা হারানোর পর থেকে একের পর এক মামলা হচ্ছে ইমরান খানের বিরুদ্ধে। এর মধ্যে অন্যতম আলোচিত তোশাখানা মামলা। তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় যেসব উপহার পেয়েছিলেন, এর একটি অংশ সরকারি কোষাগারে জমা না দিয়ে বিক্রি করায় এই অভিযোগে এই মামলা করা হয়েছে। এই মামলায় হাজিরা দিতে শুক্রবার এনএবি কার্যালয়ে ডাকা হয়েছিল। কিন্তু ইমরান খান সেখানে যাননি। তাঁর আইনজীবী নতুন তারিখ চাইছেন হজিরার জন্য।

এদিকে ইমরান খানের মামলার তারিখ নিয়েও একধরনের ধোঁয়াশা তৈরি হয়েছেন। কারণ, আজ সোমবার ইমরান খানকে ডাকা হলেও ২১ জুন অর্থাৎ বুধবার আবার নতুন তারিখ দেওয়া হয়েছে হাজিরার জন্য।

ইমরানকে ডাকার অন্যতম কারণ হলো, তাঁর তরফ থেকে নথি উপস্থাপন করা। বলা হয়েছে, প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি কী কী উপহার পেয়েছিলেন এবং এর মধ্যে তিনি কী কী বিক্রি করেছেন সেগুলোর নথি দিতে বলা হয়েছে ইমরান খানকে। এসব নথি পেলে কী পরিমাণ সম্পদ তিনি বিক্রি করেছেন, তার হিসাব করবেন বিশেষজ্ঞরা।

এদিকে ইমরানের স্ত্রী বুশরা বিবিকেও ডেকেছে এনএবি। তিনি আগে একটি মামলার সাক্ষী ছিলেন। এবার তাঁকে আসামি করা হয়েছে। মানি লন্ডারিংয়ের অভিযোগে যুক্তরাজ্য সরকার যে অর্থ ফেরত দিয়েছিল, সেই অর্থ কেলেঙ্কারির মামলায় তাঁকে আসামি করা হলো।