fgh
ঢাকাবুধবার , ২৮ জানুয়ারি ২০২৬
  • অন্যান্য

বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৫

অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৮, ২০২৬ ১১:৪০ পূর্বাহ্ণ । ১ জন

মহারাষ্ট্রের বারামতি বিমানবন্দরে বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন ভারতের জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান ও মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। এই দুর্ঘটনায় বিমানের পাইলট ও পাওয়ারের নিরাপত্তাকর্মীসহ আরও ৪ জনের মৃত্যু হয়েছে।

আজ বুধবার সকালে মুম্বাই থেকে উড্ডয়ন করে উড়োজাহাজটি বারামতীতে অবতরণের চেষ্টা করছিল। তবে জরুরি অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে উড়োজাহাজটি রানওয়ের কাছাকাছি একটি মাঠে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।

জানা গেছে, ছোট বিমানটি সকাল ৮টার দিকে মুম্বাই থেকে উড্ডয়ন করে এবং ৪৫ মিনিট পর বারামতি বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয়।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সরকার নির্বাচনের আগে অজিত পাওয়ারের ৪টি গুরুত্বপূর্ণ জনসভায় যোগ দেওয়ার কথা ছিল।

এদিকে ঘটনাস্থলের দৃশ্যে আগুন ও ধোঁয়া, বিমানের বিধ্বস্ত অংশ এবং আহতদের হাসপাতালে নিয়ে যেতে অ্যাম্বুলেন্স ছুটে যেতে দেখা গেছে। ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) জানিয়েছে, বিমানে থাকা ৫ জন যাত্রীই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

প্রসঙ্গত, ৬৬ বছর বয়সী অজিত পাওয়ার ছিলেন বর্ষীয়ান রাজনীতিক ও এনসিপির প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারের ভাতিজা এবং লোকসভা সাংসদ সুপ্রিয়া সুলের চাচাতো ভাই। শরদ পাওয়ার ও সুপ্রিয়া সুলে বর্তমানে সংসদের বাজেট অধিবেশনের জন্য দিল্লিতে ছিলেন।

উল্লেখ্য, ২০২৩ সালে অজিত পাওয়ার এনসিপিতে বিদ্রোহের নেতৃত্ব দেন, যার ফলে দলটি দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এর একটি অংশের নেতৃত্বে ছিলেন তিনি নিজে এবং অন্য অংশের নেতৃত্বে ছিলেন তার কাকা শরদ পাওয়ার। পরে তিনি এনডিএ সরকারে যোগ দিয়ে উপ-মুখ্যমন্ত্রী হন।