যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বুধবার (২৮ জানুয়ারি) স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্র কোনো বিশেষ রাজনৈতিক দলের পক্ষে নয়, তারা পুরোপুরি দেশের জনগণের পক্ষে। তিনি বলেন, নির্বাচিত যেকোনো সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করতে প্রস্তুত।বেলা পৌনে ১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের উদ্দেশে তিনি এসব মন্তব্য করেন। ক্রিস্টেনসেন আরও বলেন, ভোটের ফলাফল নির্ধারণ করবে দেশের জনগণ, এবং যুক্তরাষ্ট্র সেই প্রক্রিয়াকে সম্মান করবে।
তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য শুধুমাত্র স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন নিশ্চিত করা।





