fgh
ঢাকাবৃহস্পতিবার , ১৮ মে ২০২৩
  • অন্যান্য

পুলিশ বাড়ি ঘিরে রেখেছে, আবার গ্রেপ্তার হওয়ার আশঙ্কা ইমরানের

আন্তর্জাতিক ডেস্ক
মে ১৮, ২০২৩ ১২:৪৫ অপরাহ্ণ । ২০৮ জন
ইমরান খান

আবার গ্রেপ্তার হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, পুলিশ তাঁর লাহোরের জামান পার্কের বাড়ি ঘিরে রেখেছে। যেকোনো সময় তাঁকে আবার গ্রেপ্তার করা হতে পারে।

গতকাল বুধবার রাতে টুইট করে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান নিজেই এ আশঙ্কার কথা জানান। টুইটে তিনি লেখেন, ‘নতুন করে গ্রেপ্তার হওয়ার আগে এটাই সম্ভবত আমার শেষ টুইট। পুলিশ আমার বাড়ির চারপাশে ঘিরে অবস্থান নিয়েছে।’

পরে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে এক ভিডিও বার্তায় ইমরান বলেন, ‘যদি পুলিশ তল্লাশি চালানোর জন্য প্রয়োজনীয় কাগজপত্র (ওয়ারেন্ট) নিয়ে তাঁর বাড়িতে প্রবেশ করে, তাহলে তাদের বাধা দেওয়া হবে না।’