ঢাকামঙ্গলবার , ৯ মে ২০২৩
  • অন্যান্য

বগুড়ায় অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার
মে ৯, ২০২৩ ৫:০৮ অপরাহ্ণ । ১০৭ জন
অজ্ঞান পার্টির তিন সদস্য

বগুড়া অজ্ঞান পাটির তিন সদস্যকে গ্রেফতার করেছে বগুড়া সদর থানা পুলিশ। তারা হলো দিনাজপুর জেলার খানসামা উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত ওসমান আলীর ছেলে সালমান খান(৫২), কুষ্টিয়া জেলা সদরের হরিপুর এলাকার মৃত আহম্মদ মালিথার ছেলে রেজাউল ইসলাম রিয়াজ (৫০), ও টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার বানিয়াফৈর গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকে ছেলে সুমন আহম্মেদ (৩৮)। তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় একটি মামলা করা হয়েছে। পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় শহরের রাজাবাজারস্থ সরকার বোর্ডিং নামক আবাসিক হোটেলে অজ্ঞান পার্টির কয়েকজন সদস্য অবস্থান করেছে। ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সদর থানার এসআই রুহুল আমিনের নেতৃত্বে এক দল ফোর্সসহ উপস্থিত হয়ে আসামীদের ঘটনাস্থলে আটক করে। পরে আসামীদের শরীল ও ব্যাগপত্র তল্লাশী করে তাদের কাছে থেকে চেতনানাশক হালুয়া ,পাউডার (যা চেতনা নাশক হিসাবে ব্যবহার হয়),নেশাজাতীয় বা অস্বাস্থ্যকর বিভিন্ন ঔষধ পাওয়া যায়। পরে আসামীদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে তারা সত্যতা স্বীকার করে তাদের সহযোগী অজ্ঞাতনামা আরোও ৩/৪ জন এক সঙ্গে দলবদ্ধ হয়ে দীর্ঘদিন যাবত বাংলাদেশের বিভিন্ন জেলায় আবাসিক হোটেলে অবস্থান করে সাধারন মানুষকে টার্গেট করে, খাবারের সাথে সহ বিভিন্ন উপায়ে চেতনানাশক হালুয়া ও ঔষধ খাওয়াইয়া অজ্ঞান করে তাদের সর্বস্ব হাতিয়ে নেয়।